আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সিইও এলন মাস্ক। শুক্রবার এক্স হ্যান্ডলে পোস্টে মোদিকে অভিনন্দন জানান মাস্ক। পোস্টে মাস্ক লেখেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’ প্রসঙ্গত, গত বছরের জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। তখন মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এলন মাস্ক। তখন মাস্ক জানিয়েছিলেন, ভারতীয় কোম্পানি স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিঙ্কের সঙ্গে টেসলা কোম্পানি শীঘ্রই ভারতের বাজারে প্রবেশ করবে। এছাড়াও টেসলা কোম্পানির গাড়ি আমদানির শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি।