• Denmark: ‌ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। তাও আবার প্রকাশ্যে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধেয় রাজধানী কোপেনহেগেনে ঘটনাটি ঘটে। জানা গেছে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তাঁর দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসে। তারপর শরীরে আঘাত করে। তবে প্রধানমন্ত্রীর আঘাত কতটা গুরুতর তা জানানো হয়নি। কী কারণে হামলা?‌ জানতে তদন্ত চলছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক বলে জানিয়েছে তাঁর কার্যালয়। প্রসঙ্গত, ড্যানিশ প্রধানমন্ত্রীর ওপর এমন সময় হামলা হল, যখন দু’‌দিন পর দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন। হামলার ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।
  • Link to this news (আজকাল)