T20 World Cup: অঘটনের বিশ্বকাপে এবার আফগানদের কাছে হার নিউজিল্যান্ডের...
আজকাল | ০৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবার অঘটনের বিশ্বকাপ। আমেরিকার পাকিস্তানকে হারানোর ঠিক পরের রাতেই আরও একটি অঘটন। নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। অন্য ম্যাচে বাংলাদেশের কাছে হার শ্রীলঙ্কার। দ্বিতীয়টা সম্ভব হলেও, কিউয়িদের হার অপ্রত্যাশিত। প্রথমবার নিউজিল্যান্ডকে হারাল আফগানরা। তাও আবার ৮৪ রানে! সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিরাট হার। জয়ের দুই কারিগর সদ্য আইপিএল খেলা রহমতুল্লাহ গুরবাজ এবং রশিদ খান। মাত্র ৭৫ রানে অলআউট গত টি-২০ বিশ্বকাপের রানার্সরা। গায়ানার প্রভিডেন্সে দাঁড়াতেই পারেনি উইলিয়ামসনরা। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি নেতা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে আফগানিস্তান। ৫৬ বলে ৮০ রান করেন রহমতুল্লাহ গুরবাজ। তিনিই দলের জয়ের ভীত গড়ে দেন। বল হাতে বাকি কাজটা সারেন ফজলহক ফারুকী এবং রশিদ খান। দু'জনেই ১৭ রানে ৪ উইকেট তুলে নেয়। প্রথমে ব্যাট করে ওপেনিং জুটিতে ১০৩ রান যোগ করেন গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। ৪১ বলে ৪৪ রান করেন আরেক আফগান ওপেনার। এখানেই কিউয়িদের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। ১৪.৩ ওভার পর্যন্ত কোনও উইকেট হারায়নি আফগানিস্তান। একাধিক ক্যাচ না ফেললে আগেই এই জুটি ভাঙতে পারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড। কোনও ব্যাটার দাঁড়াতে পারেনি। যার ফলে পার্টনারশিপ গড়ে ওঠেনি। মাত্র ৯ রান করেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপস (১৮) এবং ম্যাট হেনরি (১২) ছাড়া কেউ দু'অক্ষরের রানে পৌঁছতে পারেনি। ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। বিশ্বকাপের মঞ্চে কিউয়িদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। আগের টি-২০ বিশ্বকাপেও দারুণ খেলেছিল আফগানিস্তান। একটুর জন্য শেষ চার হাতছাড়া হয়। এবারও শুরুটা দারুণ হল রশিদদের।