• Pakistan Cricket: আক্রমের পর পাকিস্তান দলের তুলোধোনায় রামিজ
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ওয়াসিম আক্রমের পর এবার পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধোনা রামিজ রাজার। বিশ্বকাপে নবাগতদের কাছে হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। ক্রিকেটের লিলিপুটদের কাছে পাকিস্তানের মতো দল কীভাবে হারল, সেটাই বিস্ময়। সরাসরি জানিয়ে দেন, ভারতের মুখোমুখি হওয়ার আগে এর চেয়ে জঘন্য কিছু হতে পারে না। রামিজ বলেন, 'প্রায়সই খারাপ খেলে পাকিস্তান। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও হার। এর থেকে জঘন্য আর কী হতে পারে! ম্যাচটা পাকিস্তানেরই জেতা উচিত ছিল। মানছি শুরুর দিকে বল সুইং কিংবা সিম হচ্ছিল না। কিন্তু দুটো দলের মধ্যে তো তুলনা হয় না। আমেরিকার তুলনায় পাকিস্তান অনেক বড় দল। বরং বাবরদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলতে ভয় পাওয়া উচিত ছিল। কিন্তু টিম বাছাই থেকে প্ল্যানিং, ভুলে ভরা পাকিস্তান। দলে কোনও কিছুই ঠিক নেই। তবে এখন দোষারোপের সময় নয়। পরের ম্যাচটা কঠিন। ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতে হবে।' হারের পর বেশ কয়েকঘন্টা পেরিয়ে গেলেও পাকিস্তান ক্রিকেটে অস্বস্তি কমছে না। সমালোচনায় বিদ্ধ বাবর আজমরা।‌ তাঁদের ভুলে ভরা ক্রিকেট নিয়ে সোচ্চার পাকিস্তানের প্রাক্তনরা। বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ দেশ হলেও, ক্রিকেটে তাঁরা সদ্যজাত। তাই মার্কিনদের কাছে হার কোনওভাবেই হজম হচ্ছে না ওয়াসিম আক্রম, রামিজ রাজাদের। 
  • Link to this news (আজকাল)