Sikkim: ১০ জুন সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রেম সিং
আজকাল | ০৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রেম সিং তামাং। ১০ জুন তিনি শপথ নেবেন। এই নিয়ে দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেম সিং। সিকিম ক্রান্তিকারী মোর্চা বিধায়ক দলের বৈঠকে শুক্রবার তিনি সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত হন। উল্লেখ্য, সিকিম বিধানসভার ৩২টি আসনের মধ্যে ৩১টিতেই তাঁর দল সিকিম ক্রান্তিকারী মোর্চা জয়লাভ করে। রাজ্যপাল এল পি আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।