• ‌ব্লিঙ্কিটের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন, গুদামে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের ...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তেলঙ্গানায় খাদ্য সরবরাহকারী সংস্থা ব্লিঙ্কিটের ওয়ারহাউসে অভিযান চালাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। নির্দিষ্ট অভিযোগ পেয়ে এই অভিযান। হায়দরাবাদের ব্লিঙ্কিটের ওই গুদামে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রীতিমতো অবাক।কিছদিন ধরেই অভিযোগ আসছিল খাদ্য নিরাপত্তার ব্যাপারে একেবারেই হুঁশ নেই ব্লিঙ্কিটের। তারপরই চলে এই অভিযান। খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান শেষে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই ওয়্যারহাউসের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ওয়্যারহাউসের অবস্থান। সেখানে কী কী খাদ্য সুরক্ষা নীতি লঙ্ঘন করা হয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওয়্যারহাউসের এলাকা অপরিচ্ছন্ন। জিনিসপত্র অগোছালো করে রাখা। বিভিন্ন ঘর ধুলোভর্তি। এমনকী খাদ্য সুরক্ষা দপ্তরের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরও দেখা মেলেনি সেখানে। যারা খাবার দেখভালের দায়িত্বে, তাদের মাথায় নেই আবরণ। নেই হাতে গ্লাভস, এমনকী অ্যাপ্রনও। অভিযোগ, যারা খাবার নিয়ে নাড়চাড়া করছিলেন, তাদের কোনও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেই। এমনকী এও অভিযোগ করেছে খাদ্য সুরক্ষা দপ্তর যে ওই গুদামে খাবারের সঙ্গে নাকি ছিল কসমেটিক দ্রব্য। বেশ কিছু খাবার বাজেয়াপ্ত করার পাশাপাশি দুটি খাবারের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে। সংস্থাকে নোটিশও পাঠানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)