• ইন্ডিয়া জোট নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে: কে সি ত্যাগী...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : জেডিইউ-র প্রবীণ নেতা কে সি ত্যাগীর বিস্ফোরক দাবি। শনিবার তিনি বলেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর পদে বসার জন্য আহ্বান করা হয়েছিল। তবে তিনি সেই অনুরোধ তিনি প্রত্যাখান করেছেন। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এনডিএ জোটের সঙ্গে থাকার কথা জানিয়ে দিয়েছেন নীতীশ কুমার। অন্য দল থেকে সমস্ত ধরণের প্রস্তাবের দরজা বন্ধ করে দিয়েছে জেডিইউ। তাঁরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে তৈরি। এনডিএ সরকারে থেকেই তাঁরা দেশের সেবা করবে। এখান থেকে জেডিইউ অন্য কোনও দিকে যাবে না। প্রসঙ্গত, রবিবার সন্ধেয় এনডিএ জোটের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। টানা ১০ বছর এককভাবে বিজেপির সরকার চলার পর এই প্রথম জোটের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।   
  • Link to this news (আজকাল)