Bus Accident: ভুবনেশ্বর থেকে কলকাতা আসার পথে জাতীয় সড়কে উল্টে গেল বাস, আহত ১৫...
আজকাল | ০৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। আহত অন্তত ১৫ যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর–বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপরেই উল্টে যায় বাসটি। আহত হন অন্তত ১৫ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন। আহতরা মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।