Kalyan Banerjee: 'বর্তমান এনডিএ সরকারের মেয়াদ দেড় বছর': কল্যাণ
আজকাল | ০৮ জুন ২০২৪
মিল্টন সেন: 'নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। তাঁর ক্ষমতার লোভ আছে, তাই হচ্ছেন। তবে এই সরকার বেশিদিন থাকবে না। আগামী দেড় বছরে আবার ভোট হবে।" শুক্রবার শ্রীরামপুর লোকসভার অন্তর্গত জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে ত্বহা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের জয়ী তৃণমূল প্রার্থী আইনজীবী কল্যাণ ব্যানার্জি। এবারের লোকসভা নির্বাচনে দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস। আরামবাগ আসনও গেছে তৃণমূলের ঝুলিতে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একাধিক আঞ্চলিক দলের সমর্থন নিতে হচ্ছে বিজেপিকে। আর ঠিক সেই সময় বিজেপি দলের কাছে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের একাধিক বিস্ফোরক মন্তব্য। এই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেছেন, 'দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একজন দক্ষ রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্ত্বে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা পেয়েছিল বিজেপি দল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের সঠিক মূল্যায়ন করতে পারল না। যদিও দিলীপ ঘোষ নিজেই হেরে গেছেন। তাতে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে। আমাকে অনেকে যখন জিজ্ঞেস করত, তখন আমি বলতাম দিলীপ ঘোষ আসল বিজেপির লোক। তিনি এরাজ্যে বিজেপির মাটি তৈরি করেছেন। তাঁর সঠিক মূল্যায়ন না হওয়ার মূল্য বিজেপিকে দিতে হয়েছে। যাদের উপর ভরসা করে বর্তমান বিজেপি চলছে, আমি নিশ্চিত দিলীপ ঘোষের মতো লোকেরা যখন সরে যাবে আগামী ২০১৬ সালে এরাজ্যে বিজেপি দলের আর অস্তিত্ব থাকবে না।'