• ‌ভোগান্তি কমল না ট্রেন যাত্রীদের, শনিবারের পরিস্থিতি আরও খারাপ ...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবারের পর শনিবার। ভোগান্তি কমল না রেল যাত্রীদের। একই ছবি শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে। বহু ট্রেন বাতিল। শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় বহু ট্রেন দেরিতে আসছে। অতিরিক্ত ভিড়ের চাপে অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারছেন না।প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত বারোটা থেকে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল‌্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চলছে ওভারহেডের তার টানা। রবিবার পর্যন্ত চলবে কাজ। যার জন্য বন্ধ শিয়ালদহের পাঁচটি প্ল্যাটফর্ম। বাতিল হয়েছে বহু ট্রেন। বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে বা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে দীর্ঘক্ষণ থেমে থেমে চলছে ট্রেন। অগত্যা অনেক যাত্রীই ট্রেন ছেড়ে লাইন ধরে হাঁটা শুরু করেছেন। যেগুলি চলছে তার মধ্যে সব ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকছে না। অনেক ট্রেন দমদম পর্যন্ত যাচ্ছে। আবার কিছু ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থেমে যাচ্ছে। এক একটি স্টেশনে ট্রেন আসছে প্রায় ঘণ্টাখানেক পর পর। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। যাত্রীদের দাবি, শনিবারের পরিস্থিতি শুক্রবারের চেয়েও খারাপ।  
  • Link to this news (আজকাল)