India-Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে কোহলিকে আগ্রাসন কমাতে হবে, মহারণের আগে উপদেশ ভারতের প্রাক্তনীর...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে বিরাট কোহলিকে নিজের আগ্রাসন কমাতে হবে। এমন মনে করছেন মহম্মদ কাইফ। বিরাট সব দলের জন্যই বিপজ্জনক। তবে পাকিস্তানের বিরুদ্ধে নিজেকে কিছুটা সংযত রাখতে হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্রিজ থেকে স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে আউট হন। রবিবার এমন করলে চলবে না। মহম্মদ কাইফ বলেন, 'শুধু পাকিস্তান নয়, বিরাট সব দলের কাছেই বিপজ্জনক। সব দলই ওকে আউট করতে হিমশিম খায়। তবে আমার মনে হয়, পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী ভাব কিছুটা কমাতে হবে। গত ম্যাচে ৫ বলে মাত্র ১ রান করতে পেরেছে। উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে আউট হয়েছে।' দুর্দান্ত আইপিএলের পর টি-২০ বিশ্বকাপে নেমেছেন কোহলি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ১৫ ইনিংসে ৭৪১ রান করেন। গড় ৬১.৭৫। স্ট্রাইক রেট ১৫৪.৬৯। তাতে রয়েছে একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। আইপিএল কেরিয়ারে এবারই তাঁর সর্বোচ্চ স্ট্রাইক রেট। স্পিনারদের বিরুদ্ধে অনবদ্য ছিলেন। তবে পাকিস্তানের ম্যাচেও সেটা করতে গেলে বিপদে পড়তে হতে পারে। এমনই ধারণা কাইফের। ভারতের প্রাক্তনী মনে করেন, ১৪০-১৫০ স্ট্রাইক রেট বজায় রাখার চেষ্টা না করে ১৩০ রাখা উচিত কোহলির। একইসঙ্গে খারাপ বলের জন্য অপেক্ষা করা উচিত। এই প্রসঙ্গে কাইফ বলেন, 'বিরাট কোহলি ফর্মে আছে। আইপিএলে দারুণ খেলার পর বিশ্বকাপ খেলতে এসেছে। পাওয়ার প্লেতে ওকে আগ্রাসী ক্রিকেট খেলতে দেখেছি। স্পিনের বিরুদ্ধে ছয়ও মেরেছে। ও সব ধরনের শট খেলতে পারে। তবে আমার মনে হয় ওর নিজের স্ট্রাইক রেট একটু কন্ট্রোল করা উচিত। ১৫০ স্ট্রাইক রেট রাখার চেষ্টা না করে ১৩০ এর আশেপাশে রাখুক। ওর ভূমিকা হবে ১৫-২০ ওভার ব্যাট করা। ৬০-৭০ রান করলেই যথেষ্ট। শুরুতে একটু সময় নেওয়া উচিত। খারাপ বলের অপেক্ষা করা উচিত। তারপর নিজের শট খেলতে পারে।' কাইফ মনে করেন বিরাটের তিন নম্বরে ব্যাট করা উচিত। এইধরনের পিচে এটাই তাঁর আদর্শ পজিশন। সেক্ষেত্রে মাঝের অভরগুলোতে ফায়দা তুলতে পারবে ভারতীয় দল।