India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচের আগে পিচ ঠিক করার চেষ্টায় আইসিসি...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই সেই ঐতিহাসিক ম্যাচ। টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর থেকে যে ম্যাচের অপেক্ষা। তবে নিউইয়র্কের পিচ কিছুটা হলেও মহারণের জৌলুশ কমিয়ে দিচ্ছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে টানটান উত্তেজনা দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। ঠিক যেমন আইপিএলে হয়। টি-২০ ক্রিকেটের ইউএসপি সেটাই। কিন্তু নিউইয়র্কের পিচে টেনেটুনে একশো রানও করতে পারছে না দলগুলো। যার ফলে অধিকাংশই একপেশে ম্যাচ হচ্ছে। নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচের পর যা দ্বিগুণ হয়ে গিয়েছে। পিচে অসমান বাউন্স আছে। বিশেষজ্ঞদের নজরে যা বিপজ্জনক। এই মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ। শোনা গিয়েছিল, ম্যাচটা অন্য কোথাও সরিয়ে দিতে পারে আইসিসি। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি। মহারণের আগে পিচ ঠিক করার চেষ্টা করছে আইসিসি। একটি রিপোর্টে বলা হয়েছে, 'পিচে ঘাসের শিরার জন্য অসমান বাউন্স হচ্ছে। এগুলোর কার্যকারিতা কমানোর চেষ্টা করা হচ্ছে। পিচে বেশি করে রোলার চালানো হচ্ছে। তাতে উইকেট কিছুটা পাটা হবে। আইসিসির কর্তারা মনে করছেন, যে মানের হওয়া উচিত ছিল, সেটা না হলেও, পিচ বিপজ্জনক নয়। আয়োজক এবং আইসিসি মেনে নিয়েছে নাসাউয়ের পিচে সমস্যা রয়েছে। বাকি ম্যাচগুলোতে ভাল পিচ উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিশ্বমানের মাঠকর্মীরা।' শেষমেষ ভারত-পাকিস্তান ম্যাচে নাসাউয়ের পিচ কী চরিত্র নেয় সেটাই দেখার।