• Mohun Bagan: সোমবার থেকে প্র্যাকটিস শুরু, কলকাতা লিগে বাগানের নতুন কোচ গোয়ার ডেগী কার্ডোজো...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৫ জুন থেকে শুরু হবে কলকাতা লিগ। তার আগে প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান। সোমবার যুবভারতীর প্র্যাকটিস মাঠে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দেবে সবুজ মেরুন ব্রিগেড। ৩০ জন ফুটবলারকে নিয়ে নেমে পড়বেন নবনির্বাচিত কোচ ডেগী কার্ডোজো। যুব পর্যায়ে সফল কোচ গত মরশুমে ছিলেন এফসি গোয়ায়। বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলের কোচ হিসেবে ট্রফি জিতেছেন। এবার কলকাতা লিগে ডেগীকে কোচের ভূমিকায় দেখা যাবে। সম্ভবত ডুরান্ড কাপেও তিনিই দলের দায়িত্বে থাকবেন। সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল। গোলকিপার কোচ অভ্র মণ্ডল। আইএসএলের আগে শক্তিশালী রিজার্ভ দল তৈরি করাই লক্ষ্য বাগানের। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে এই রিজার্ভ দলই খেলবে। শুধুমাত্র ডার্বি এবং ডুরান্ডের সেমিফাইনাল বা ফাইনালে অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি সহ প্রথম দলের কয়েকজনকে খেলানো হবে। এবার বেশ কয়েকজন তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলারদের সই করিয়েছে মোহনবাগান। এই তালিকার আছেন সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাসরা। কয়েকজন ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছে। সেখান থেকে ফুটবলার বেছে নেওয়ার জন্য চারটে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগানের ডেভেলপমেন্ট দল। সেখান থেকেই কলকাতা লিগের জন্য চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। এই দলটিই রিলায়েন্সের যুব লিগে খেলবে। যুব দলের কোচ বেছে নিলেও আন্তোনিও হাবাসের সঙ্গে কবে চুক্তি হবে না আদৌ হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নতুন নির্দেশিকা পাঠিয়েছে আইএসএল। সেখানে বেশ কিছু নতুন নিয়মের উল্লেখ করা আছে। সেই কারণেই হেড কোচের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। 
  • Link to this news (আজকাল)