• Pakistan Cricket: 'ভগবানের ওপর ছেড়ে দিয়েছে', ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'ভীতু' বাবরকে আক্রমণ প্রাক্তন অধিনায়কের...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে রবিবার মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে আতঙ্কে রয়েছে পাক শিবির। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হেরে কোণঠাসা। একের পর এক আক্রমণে বিদ্ধ বাবর আজম অ্যান্ড কোম্পানি। ওয়াসিম আক্রম, রামিজ রাজারা আগেই সমালোচনা মুখর হয়েছেন। এবার বাবর আজমের মুণ্ডপাত করলেন মিসবা উল হক। সরাসরি জানান, আমেরিকার বিরুদ্ধে পাক অধিনায়কের ভীতু আচরণই হারের অন্যতম কারণ। ম্যাচের পর বাবর বলেন, তাঁরা পরিকল্পনা মাফিক খেলতে পারেনি। বোলারদের দোষারোপ করেন। এতেই চটেছেন মিসবা।‌ বাবরের নেতৃত্ব নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক। মিসবা বলেন, 'তুমিই এই দল বেছে নিয়েছ। প্রথম থেকেই আমরা বলছিলাম, এই দলে ভারসাম্য নেই। দলে ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। এই পরিস্থিতিতে একজন স্পিনারের দরকার ছিল। কিন্তু তুমি খেলাওনি। ভীতু অধিনায়কত্ব। আমরা সবকিছু ভগবানের ওপর ছেড়ে রেখেছিলাম। তারপর বিপক্ষকে আমাদের ওপর আধিপত্য দেখানোর সুযোগ দিই। বাবর বলেছে, ওরা প্ল্যান মাফিক এগোতে পারেনি। কিন্তু আদৌ কোনও পরিকল্পনাই ছিল না। প্রথম ওভারের পরে কে বল করবে কেউ জানত না। নাসিম এবং আমির দু'জনেই রান আপ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রথম দু'ওভারেও কোনও পরিকল্পনা ছিল না। সুপার ওভারে অতিরিক্ত বাই দেওয়া হয়। ফিটনেস, গতি, সবেতেই হার মানে পাকিস্তান।' পাকিস্তানের প্রাক্তন কোচ সাদা বলে অধিনায়কত্ব বদল করা নিয়েও পিসিবিকে একহাত নেন। তাঁর দাবি, বিশ্বকাপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখা হয়নি। গত ছয় মাসে সমাধান সূত্র বের করারও কোনও চেষ্টা করেনি পিসিবি। বরং বোর্ডের মধ্যেই টালবাহানা চলেছে। যার খেসারত দিতে হচ্ছে। 
  • Link to this news (আজকাল)