আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই তৃতীয়বারের জন্য সরকার গড়তে মোদির ভরসা এনডিএ শরিকদের উপর। টিডিপি দলের চন্দ্রবাবু নায়ডু এবং জেডিইউ-এর নীতীশ কুমারের কাঁধে ভর করেই দিল্লির মসনদ দখল করবেন মোদি। শনিবার এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মোদি। সেখানে মন্ত্রক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামিকাল তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে। সূত্রের খবর, চন্দ্রবাবুর টিডিপি দলকে ৪টি মন্ত্রক দিতে পারেন মোদি। অন্যদিকে নীতীশের জেডিইউ পাবে ২টি মন্ত্রক। টিডিপি দলের রাম মোহন নায়ডু, হরিশ বালাযোগী এবং দাজ্ঞামুল্লা প্রসাদ মোদির নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এর পাশাপাশি লোকসভার স্পিকার পদের দাবি করেছিলেন নায়ডু। শেষপর্যন্ত তাতে সিলমোহর পড়ে কি না, তাতেও থাকবে নজর। অন্যদিকে জেডিইউ দলের লালন সিং এবং রামনাথ ঠাকুর মন্ত্রী হতে পারেন।