• JAIRAM: এখনও আমন্ত্রণ পাননি ইন্ডিয়া জোটের জয়ী সাংসদরা
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে যখন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের তোড়জোড় চলছে ঠিক তখনই প্রশ্ন উঠল আদৌ ইন্ডিয়া জোটের জয়ী সাংসদরা কী ডাক পাবেন সেখানে ? বিষয়টি অনেকটাই স্পষ্ট করে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, বিদেশ থেকে নেতাদের অনুষ্ঠানে আহ্বান করা হয়েছে। আমাদের নেতারা এখনও কোনও আমন্ত্রণ পায়নি। যদি আমন্ত্রণ করা হয় তবে ইন্ডিয়া জোট ভেবে দেখবে। প্রসঙ্গত, রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণকে কেন্দ্র করে বহু অতিথিরাই আসতে শুরু করেছেন। রাষ্ট্রপতি ভবনেই শপথ গ্রহণের অনুষ্ঠান হতে চলেছে বলেই খবর। অন্যদিকে শনিবারই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে। যদিও রাহুল জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ভেবে দেখবেন।  
  • Link to this news (আজকাল)