• RAHUL GANDHI: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নামেই সিলমোহর ...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : তবে কী বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী ? শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হল। বিরোধী দলনেতা হিসাবে হাত শিবির রাহুল গান্ধীকেই চাইছে। ইতিমধ্যেই এবিষয়ে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। পাশাপাশি সোনিয়া গান্ধীকে বাড়তি দায়িত্ব নিতে অনুরোধ জানানো হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে রয়েছে যথেষ্ট সংখ্যার সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভাল সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। যদিও জানা গিয়েছে রাহুল গান্ধী জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে জানাবেন।
  • Link to this news (আজকাল)