• Hooghly: স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে, চোখের সামনে তলিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র। একের পুর এক ঘটেই চলেছে গঙ্গায় ঢুবে মৃত্যুর ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উত্তরপাড়া থানার অন্তর্গত পঞ্চাননতলা মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে। নিখোঁজ ছাত্রের নাম প্রিয়াংশু বিশ্বাস(১৪)। উত্তরপাড়া দশ নম্বর ওয়ার্ড ক্যাম্প মোর এলাকার বাসিন্দা। ফুটবল খেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে বিপত্তি। একসঙ্গে বন্ধুদের সঙ্গে ছবি তুলে গঙ্গায় নেমে বন্ধুদের সামনেই তলিয়ে যায় স্কুল পড়ুয়া। জানা গেছে, এদিন ফুটবল খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তরপাড়া চিলড্রেনস ওন হোম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র প্রিয়াংশু। স্থানীয় মাঠে ফুটবল খেলে সাড়ে চারটে নাগাদ গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে। একসঙ্গে মোবাইলে ছবি তোলে। হঠাৎই এক বন্ধু লক্ষ করে অলক্ষে জলের তোরে প্রিয়াংশু তাদের থেকে কিছুটা দূরে চলে যাচ্ছে। এক বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে লাভ হয় না। সেও ডুবে যাচ্ছিল। কোনও ভাবে সে পারে উঠে এলেও প্রিয়াংশু তাদের সামনেই তলিয়ে যায়। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি প্রিয়াংশুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ছাত্রের বাবা গঙ্গার ঘাটে এসে কান্নায় ভেঙে পড়েন। গত কয়েক মাসে এই নিয়ে উত্তরপাড়ার একাধিক গঙ্গার ঘাট গুলিতে এধরনের ঘটনা ঘটে চলেছে। কেনও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে কোনও নজরদারি হয় না, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (আজকাল)