• AWARENESS: তড়িদাহত হয়ে হাতির মৃত্যু ঠেকাতে ওদলাবাড়িতে সচেতনতা শিবির...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স : অবৈধভাবে লাগানো বিদ্যুতের তারের বেড়া থেকে তড়িদাহত হয়ে হাতির মৃত্যু রুখতে ওদলাবাড়িতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি জেলার বৈকুন্ঠপুর বন বিভাগের উদ্যোগে ওদলাবাড়ির 'নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন' হলঘরে শনিবার আয়োজিত এই সভায় বনদপ্তরের আধিকারিকেরা ছাড়াও স্থানীয় পুলিশ, প্রশাসন, বন সুরক্ষা কমিটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও অংশ নিয়েছিলেন।ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ফসল বাঁচাতে অনেক কৃষকই বেআইনিভাবে বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার বেড়া লাগান। এই তারের সংস্পর্শে এসে শক লেগে হাতি সহ বিভিন্ন বন্য জন্তুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে। বিগত মাসে ডুয়ার্সে এমনভাবে দুটি হাতির মৃত্যু হয়। ১৯ মে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায় এবং ২২শে মে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতর। গত বছর ওদলাবাড়ির তুড়িবাড়িতে তড়িদাহত হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। বর্ষার সময় জঙ্গল সংলগ্ন এলাকায় চাষের জমিতে লাগানো ধান, ভুট্টা জাতীয় ফসলের লোভে বুনো হাতির দলের আনাগোনা স্বাভাবিকভাবেই বাড়বে বলে বনদপ্তরের আধিকারিকেরা মনে করছেন। ফসল বাঁচাতে মরিয়া হয়ে কোনও চাষি যাতে বিপজ্জনক বিদ্যুতের তারের বেড়া না লাগান সেই লক্ষ্যে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কৌশল ঠিক করতে এদিন সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শনিবারের শিবিরে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফও রাজীব লামা, স্থানীয় থানার পুলিশ আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন চা বাগানের পরিচালন কর্তৃপক্ষের প্রতিনিধি, যৌথ বন সুরক্ষা সমিতির সদস্য সহ পরিবেশপ্রেমী সংগঠন 'স্পোর' ও 'ন্যাস' এর কর্মকর্তা ও সদস্যরা।
  • Link to this news (আজকাল)