• BSF: নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান, বাজেয়াপ্ত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সোনা...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৩২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি খাজিবাগানে বিএসএফ জওয়ানরা নদিয়ার আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালানের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করেছে। ২০ টি সোনার বিস্কুট এবং ২ টি সোনার বার বাজেয়াপ্ত করেছে তারা। চোরাকারবারীরা সীমান্ত দিয়ে এই সোনা পাচারের চেষ্টা করছিল। আটক করা সোনার ওজন ৪.৪৩ কেজি এবং এর বাজার মূল্য ৩.২৪ কোটি টাকা।দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী এ কেআর্য গোয়েন্দা বিভাগ খাজিবাগানের ৩২ ব্যাটালিয়ন বিএসএফ সীমান্ত চৌকি সোনা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পায়। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন এলাকায় অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলার সময়, বিএসএফ জওয়ানরা প্রায় ৮ জন চোরাকারবারীর গতিবিধি লক্ষ্য করে। যার মধ্যে ২ জন চোরাকারবারী সোনা চালান সংগ্রহ করতে আইবিবিআরের কাছে পৌঁছনোর চেষ্টা করে, যা বাংলাদেশী চোরাকারবারীদের বেড়ার উপর দিয়ে ফেলে দেওয়ার কথা ছিল। উভয় চোরাকারবারী চালান সংগ্রহ করতে গেলে গরুর খাঁজে বসে থাকা অ্যামবুশ পার্টি বেরিয়ে এসে তাদের দিকে ছুটে যায়। বিএসএফ দলকে দেখে চোরাকারবারী দু’জনই চমকে যায় এবং তৎক্ষণাৎ চালান সংগ্রহ না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উভয় অতর্কিত দল তাদের ধাওয়া করে কিন্তু চোরাকারবারীরা অন্ধকার, ঘন ফসল এবং জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এলাকায় তল্লাশি চালিয়ে ২টি প্যাকেট পাওয়া গেছে। প্যাকেট থেকে ২০টি সোনার বিস্কুট ও ২টি সোনার বার উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সোনার বিস্কুট ও বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টমস স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
  • Link to this news (আজকাল)