• দেশে পরিবর্তন চাই, অপেক্ষা করছি: মমতা
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটের বাসভবনে বৈঠকের পর একথা জানালেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের পক্ষ থেকে এদিনের বৈঠকে লোকসভা ও রাজ্যসভার নেতা নির্বাচিত করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, লোকসভার নেতা নির্বাচিত করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছেন চিফ হুইপ। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসেবে দায়িত্ব সামাল দেবেন ডেরেক ও'ব্রায়েন এবং ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। সেইসঙ্গে জানিয়েছেন, হরিয়ানার কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে সাংসদদের একটি দল পাঠাচ্ছে তৃণমূল। নবগঠিত লোকসভায় যে সাংসদরা প্রথম থেকেই এনডিএ সরকারের প্রতি আক্রমণাত্মক হবেন এদিন তা বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, 'সাংসদদের বলা হয়েছে বসে না থাকতে।' ভবিষ্যতে তাঁদের 'ইন্ডিয়া' জোট যে সরকারে আসতে পারে এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'মোদিকে কেউ চায় না। তাঁর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া।' এই প্রসঙ্গেই তিনি জানান, 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' তাঁর কথায়, এনডিএ সরকার বেশিদিন স্থায়ী হবে না। ইন্ডিয়া জোট আজ সরকার গঠন করেনি বলে কাল করবে না এটা যেন কেউ না ভাবে। একইসঙ্গে তিনি জানান, যারা অগণতান্ত্রিকভাবে সরকার তৈরি করছেন তাঁদের তিনি শুভেচ্ছাও জানাবেন না। সরকার গঠনের দিনও তৃণমূলের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবেন না বলেই জানিয়েছেন মমতা। দাবি করেছেন এগজিট পোলের নামে শেয়ার কেলেঙ্কারির তদন্তের। এই নির্বাচনে যে কটি ইস্যু বড় হয়ে দেখা গিয়েছিল সেগুলি হল ক্যা, এনআরসি এবং অভিন্ন দিওয়ানি বিধির মতো ইস্যু। মমতা এদিন জানিয়েছেন, এনআরসি বাতিল করতে হবে। রাজ্যের যে বকেয়া পাওনা নিয়ে এতদিন তৃণমূল দাবি তুলে এসেছে সেই বিষয়ে তৃণমূল নেত্রী জানিয়েছেন, 'প্রতিটি রাজ্যের যা বকেয়া পাওনা আছে সেটা দিতে হবে।' তৃণমূল নেত্রীর কথাতেই স্পষ্ট তাঁর দলের সাংসদরা প্রথম থেকেই এবিষয়ে লোকসভা ও রাজ্যসভায় সরব হবেন।‌ বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো ক্ষোভ প্রকাশ করেন পূর্ব মেদিনীপুরের ভোটের ফলাফল নিয়ে। তাঁর অভিযোগ, 'জেলা শাসক ও থানার আইসি বদল করে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পূর্ব মেদিনীপুরে ভোট লুট করা হয়েছে।' মমতার অভিযোগ, তৃণমূল ৩৫টি আসন পেতে পারত। বিজেপি নির্বাচন কমিশন ও অবজার্ভারদের দিয়ে ভোট লুট করিয়েছে।' বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এদিনের বৈঠকে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের একাংশের প্রতি উষ্মা প্রকাশ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন এই নির্বাচনে তাঁদের ভূমিকা নিয়েও। মমতা এদিন জানিয়েছেন, এই লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল রাজ্যে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। আগামী ২১ জুলাইয়ের মঞ্চে এই জয় উদযাপন করা হবে।
  • Link to this news (আজকাল)