• এবার কমিশনের নজরে রাজ্যের ১০ টি বিধানসভা উপনির্বাচন
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : নির্বাচন কমিশন, লোকসভা ভোটের পর রাজ্যের বিধায়ক শূন্য ১০’টি বিধানসভা আসনে উপনির্বাচনের উদ্যোগ নিচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, কমিশনের পক্ষ থেকে মুখবন্ধ খামে ভোটের দিনক্ষণ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে।  উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে বেশ কিছু বিধায়ক প্রার্থী হওয়ায় দক্ষিণবঙ্গের বনগাঁ, রানাঘাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরা এবং উত্তরবঙ্গের রায়গঞ্জ, মাদারিহাট ও সিতাই-এই ৯’টি আসন শূন্য হয়।অন্যদিকে বছর দুয়েক আগে বিধায়ক সাধন পান্ডের মৃত্যুতে কলকাতার মানিকতলা আসনটি’ও শূন্য হয়। ছয় মাসের মধ্যে শূন্য আসনে ভোট করানোর কথা থাকলেও আইনি জটিলতায় এখনও তা’ করানো সম্ভব হয়নি।
  • Link to this news (আজকাল)