আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল তথ্য ভাণ্ডারে কারচুপি করে জমি সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ‘ব্লক চেন’ নামে ওই পদ্ধতির মাধ্যমে জমি সংক্রান্ত যে কোনো দুর্নীতি রোখা যাবে বলে ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গেছে। জমির চরিত্র বদল করার ক্ষেত্রে একাধিক ধাপ রয়েছে। ব্লক চেন পদ্ধতি ব্যবহার করলে একটি ধাপ বাদ দিয়ে পরের ধাপে যেতে গেলেই, সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। একইসঙ্গে যারা নিয়ম বিরুদ্ধ কাজের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকরাও চিহ্নিত হয়ে যাবেন।পাশাপাশি, বর্তমানে খাজনা জমা, মিউটেশনের আবেদন, জমির চরিত্র বদলের আবেদনসহ একাধিক অনলাইন পরিষেবা ইতিমধ্যে চালু করেছে রাজ্য। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে দীর্ঘ সময় লাগার অভিযোগের প্রেক্ষিতে, মডিউলগুলি নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে জমি সংক্রান্ত অনলাইন পরিষেবা দেওয়ার গতি বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে এব্যাপারে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এই কাজের জন্য ব্যবহার করা হছে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার।