রেস্তোরাঁ মালিককে মার, সোহমের বিরুদ্ধে থানায় FIR,পালটা অভিযোগ অভিনেতার
প্রতিদিন | ০৯ জুন ২০২৪
দিশা ইসলাম: নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল টেকনো সিটি থানায়। এই ঘটনায় পর শনিবার রাতে রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করলেন তৃণমূল বিধায়ক সোহম।
শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি আবাসন লাগোয়া একটি রেস্তোঁরায় ছাড়পত্র নিয়ে শুটিং করছিলেন টলি অভিনতা সোহম (Soham Chakraborty)৷ রেস্টুরেন্টের দু?তলায় হচ্ছিল শুটিং৷ তখন আচমকাই ঘটে ছন্দপতন৷ রেস্তোঁরা মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনতা৷ শনিবার সকালে রেস্টুরেন্টের একটি সিসি ক্যামেরার ভিডিও প্রকাশ্যে আসে৷ স্থানীয়দের বক্তব্য, সেই ফুটেছে ধরা পড়েছে টলি অভিনতার বাস্তব ?দাদাগিরি?৷ ভাইরাল ফুটেছে দেখা যাচ্ছে, রেস্তোঁরার ভিতরে একটি ভিড়ের মধ্যে এক ব্যক্তির সঙ্গে সোহমের তীব্র বাকবিতণ্ডা চলছে৷ এরপর হঠাৎ ওই ব্যক্তির উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি সহ মাটিতে ফেলে লাথি মারতে দেখা যাচ্ছে অভিনেতাকে৷ রেস্তোঁরাটির ম্যানেজার দীপঙ্কর মণ্ডলের দাবি, ?প্রহৃত ওই ব্যক্তিই হলেন রেস্টুরেন্টের মালিক আনিসুর আলম৷ মারধোরের ঘটনায় তিনি চোখ, ঘাড়, পিঠে সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন?৷
শনিবার সকালে ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আসতেই চারদিকে কার্যত হইচই পড়ে যায়৷ দুপুরের দিকে টেকনো সিটি থানার আধিকারিকেরা রেস্তোঁরায় পৌঁছে ঘটনার বিশদে জানতে কর্মচারীদের সঙ্গে কথা বলেন৷ এর পরই জানা যায়, শুক্রবারের ঘটনার প্রেক্ষিতে থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেস্তরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ। পুলিশ জানিয়েছেন, রেস্টুরেন্টেরে ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ এর পর টেকনো সিটি থানায় পাল্টা অভিযোগ করেন সোহম চক্রবর্তী। রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ সহ রেস্তোরার বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। থানা থেকে বেরিয়ে সোহম বলেন, ?যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে তা পরবর্তী ঘটনা তার আগে কী ঘটেছিল সেটা প্রকাশ করতে বলুন ওনাদের। অভব্য ব্যবহারটা ওদের তরফে প্রথম শুরু হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীদের আগে ধাক্কা দিয়েছিল ওরা।?
অবশ্য শুক্রবার রাতে অশান্তির ঘটনার জেরে শনিবার দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে তারকা বিধায়ক সোহমকে৷ তিনি জানিয়েছেন, ?একজন দায়িত্ববান মানুষ হিসেবে নিজেকে আরও নিয়ন্ত্রনে রাখা উচিত ছিল৷ প্রথমে রেস্তোঁরা কর্তৃপক্ষ আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটুক্তি করেন৷ তাতেই তীব্র মাথা গরম হয়ে গেছিল৷ এরজন্য ক্ষমাপ্রার্থী?৷