• তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে আট পুলিশকর্মী জখম গোঘাটে
    আনন্দবাজার | ০৮ জুন ২০২৪
  • গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে কমবেশি আহত হন আট পুলিশকর্মী। তৃণমূলের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ অফিসারের মাথা ফেটেছে। অন্য দিকে ৬ জন বিজেপি কর্মী ইটের আঘাতে আহত হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সাত জন বিজেপি সমর্থক ও তিন জন তৃণমূল সমর্থককে শুক্রবার গভীর রাতেই গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। শনিবার অভিযুক্ত ১০ জনকেই আরামবাগ মহকুমা আদালতে হাজির করানো হয়।

    শনিবার সকালেও গোঘাটের ভুরকুন্ডা এলাকা থমথমে পরিবেশ। এলাকায় পুলিশি টহল চলছে। যদিও বিজেপির অভিযোগ, ভোটের প্রচারের জন্য পতাকা টাঙানোকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সন্ধ্যা থেকেই বচসা চলে। পরবর্তীতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের মারে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। এলাকায় প্রতিরোধ গড়ে তোলে বিজেপি কর্মী-সমর্থকেরা। গ্রাম থেকেও মহিলারা বেরিয়ে আসে। তাঁদের বাড়ির ছেলেদের ছাড়াতে গেলে এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে। গোঘাট থানায় খবর গেলে শুক্রবার রাতেই এলাকায় পুলিশ পৌঁছয়। তখন ব্যাপক উত্তপ্ত পরিবেশ। আর সেখানে ঢুকে পড়ে পুলিশ। দু’পক্ষের মাঝে পড়ে ইটের আঘাতে পুলিশকর্মীরা জখম হন।
  • Link to this news (আনন্দবাজার)