• পাওলিনিকে উড়িয়ে ফরাসি ওপেনে হ্যাটট্রিক শিয়ানটেকের
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টানা তৃতীয়বার ফরাসি ওপেন জিতলেন ইগা শিয়ানটেক। স্ট্রেট সেটে হারালেন ইয়াসমিন পাওলিনিকে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-১। ফাইনালে ইতালিয়ান প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। মাত্র ১ ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ে ম্যাচ পকেটে পুরে নেন বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা। ফরাসি ওপেনে জয়ের হ্যাটট্রিক শিয়ানটেকের। টানা তিনবার জিতলেন, মোট চারবার। কেরিয়ারে পঞ্চম গ্র্যান্ডস্লাম। ওপেন এরায় এত কম ম্যাচ খেলে কোনও মহিলা টেনিস খেলোয়াড় পাঁচটি গ্র্যান্ডস্লাম জিততে পারেনি। রোলাঁ গারোঁয় এর আগে ৩৬ ম্যাচের মধ্যে ৩৪ টিতেই জিতেছিলেন। তাই স্বভাবতই ফেভারিট হিসেবে নামেন বিশ্বের একনম্বর তারকা। শুরুটা খারাপ করেননি পাওলিনি। প্রথম সেটের তিন নম্বর গেমে শিয়ানটেকের সার্ভিস ভেঙেছিলেন। সেই শুরু এবং শেষ। তাতেই অবাক হয়ে যান পোল্যান্ডের তারকা। পরের গেমেই পাওলিনির সার্ভিস ভেঙে বদলা নেন। প্রথম সেট ৬-২ এ জেতেন শিয়ানটেক। দ্বিতীয় সেটে অনভিজ্ঞ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। কার্যত ৬-১ সেটে উড়িয়ে দেন। লাল সুরকির কোর্টে দাপট অব্যাহত রাখলেন পোলিশ তারকা। 
  • Link to this news (আজকাল)