• Narendra Modi: শপথগ্রহণের আগে মহাত্মা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপন মোদির...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আজ সন্ধেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে সকালে রাজঘাটে গেলেন মোদি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ‍্য জ্ঞাপন করেন। ফুল নিবেদন করে প্রণাম জানান। এরপর পৌঁছন সদৈব অটল স্মৃতিসৌধে। সেখানে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীকে প্রণামের পর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান তিনি। দেশের জন‍্য মৃত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ রাষ্ট্রপতি ভবনে সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথগ্রহণ করবেন মোদি। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা। মোদির সঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি।
  • Link to this news (আজকাল)