• Tripura: পরীক্ষার আগেরদিন প্রশ্নপত্র ফাঁস, বাতিল চাকরির পরীক্ষা
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • নিতাই দে, আগরতলা: পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল ত্রিপুরায়। বাতিল চাকরির পরীক্ষা। ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ তথা (TTAADC) প্রশাসনের চাকরির সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে রবিবারের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এডিসি প্রশাসন থেকে সাবজোনাল অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল পদে ১১০ টি শূন্য পদে পূরণের পরীক্ষা ঘোষিত ছিল। এই ১১০ টি পদে পরীক্ষায় অংশ নিতে মোট ২৬ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিয়ে আগামিকালের জন্য প্রস্তুত হয়েছিল টিটিএএডিসি প্রশাসন সহ রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষার জন্য ৭৮ টি সেন্টার ও নির্ধারিত করা হয়েছিল প্রার্থীদের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায়। রবিবার নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শনিবার দুপুরের পরে হঠাৎ এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াতে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Ceo) সি কে জমাতিয়া এক সাংবাদিক সম্মেলন করে চাকরির পরীক্ষা স্থগিত করে দেন। তবে কীভাবে পরীক্ষার আগের দিন এই প্রশ্নপত্র (TTAADC) প্রশাসনের লকার থেকে ফাঁস হয়ে গেল তার কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি মামলা দায়ের করবেন আগরতলার পশ্চিম থানায় ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ তথা (TTAADC) প্রশাসন। এবং রাতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।পাশাপাশি জমাতিয়া বলেন পরবর্তী সময়ে জানানো হবে পরীক্ষা কবে নেওয়া হবে (TTAADC) প্রশাসন থেকে। তবে পরীক্ষার স্থান ও প্রার্থীদের রোল নাম্বার একই থাকবে। শুধু নতুন করে প্রশ্নপত্র আবার তৈরি করবে (TTAADC) প্রশাসন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন (TTAADC) রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডি এম্ জমাতিয়া সহ অতিরিক্ত মুখ্য আধিকারিক মুসলিম উদ্দিন আহমেদ।
  • Link to this news (আজকাল)