আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে ইদ উৎসব পালনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সাথে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইদের জন্য ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ১৪ থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, ১২ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস, ১৬ থেকে ২০ জুন মিতালী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাংলাদেশে ইদ উৎসবের পরে পুনরায় তিনট রেল পরিষেবা চালু হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।