• India-Pakistan: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে কারা হতে পারে গেমচেঞ্জার?...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই নিউইয়র্কে ধুন্ধুমার লড়াই। দুই দলে একাধিক তারকা রয়েছে। যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। যাদের দিকে বিশেষ নজর থাকবে আজ। পাকিস্তানে যেমন রয়েছেন বাবর আজম এবং শাহিন আফ্রিদি। ভারতীয় দলে অবশ্য একাধিক তারকা রয়েছে যারা নিজের দিনে ম্যাচের রং বদলে দিতে পারে। যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা। দেখে নেওয়া যাক এমন তিন তারকাকে যারা ভারত-পাকিস্তান ম্যাচের সমীকরণ বদলে দিতে পারে। বিরাট কোহলি - পাকিস্তানের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছেন। ৪৮৮ রান। গড় ৮১.৩৩। স্ট্রাইক রেট ১২৩.৮৬। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেরা ব্যাটারের নাম বলার জন্য কোনও পুরস্কার নেই। এমসিজিতে বিরাটের ৮২ রানের ইনিংস দুই দলের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সেরা। কয়েক বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বড় কাঁটা কোহলি। গত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে সফল। একাধিক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। যশপ্রীত বুমরা - পাকিস্তানের বিরুদ্ধে মাত্র তিনটে ম্যাচ খেলেছেন। দুটো উইকেট নেন। গড় ৩১। ইকোনমি রেট ৬.২০। পাকিস্তানের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র বুমরা। পাকিস্তানের ব্যাটাররা ছন্দে না থাকলেও, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান নিজেদের দিনে যেকোনও দলকে সমস্যায় ফেলার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে শুরুতে পাকিস্তানের সেরা দুই ব্যাটারকে সামলানোর দায়িত্ব থাকবে বুমরার কাঁধে। শাহিন শাহ আফ্রিদি - ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছেন। সংগ্রহ তিন উইকেট। গড় ২১.৬৭। ইকোনমি রেট ৮.১৩। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পরীক্ষার মুখে ফেলতে পারেন। যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে নিজের দিনে তাবড় তাবড় ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ছন্দে থাকলে নতুন বলে শাহিনের থেকে ভয়ঙ্কর কেউ হতে পারে না। দুবাইয়ে ২০২১ বিশ্বকাপে সেটা দেখিয়ে দিয়েছেন। উইকেটে হালকা মুভমেন্ট থাকলে এবং তিনি ছন্দে থাকলে টপ অর্ডারকে গুঁড়িয়ে ভারতীয় ড্রেসিংরুমে প্যানিক সৃষ্টি করতে পারেন।
  • Link to this news (আজকাল)