India-Pakistan: 'পাকিস্তানের বিরুদ্ধে রান করে দেখাক', টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটারকে চ্যালেঞ্জ আকমলের...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ ফেভারিট হিসেবে নামবে ভারত। নজর থাকবে দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে। তবে পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার কামরান আকমল মনে করেন, নজর রাখতে হবে সূর্যকুমার যাদবের দিকেও। আইসিসি ব়্যাঙ্কিংয়ে টি-২০ তে একনম্বরে থাকলেও সেরা ফর্মে নেই মিস্টার ৩৬০ ডিগ্রি। আইপিএলেও এবার খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল না। এই ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার তালিকায় একনম্বরে নাম যে বিরাট কোহলির, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এবার টি-২০ ব়্যাঙ্কিংয়ে একনম্বরে থাকা সূর্যকুমারকে চ্যালেঞ্জ করে বসলেন পাকিস্তানের প্রাক্তনী। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যে তিনিই একনম্বর ব্যাটার সেটা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। আকমল বলেন, 'বিরাট একনম্বরে আছে। দ্বিতীয় স্থানে সূর্যকুমার যাদব। তবে পাকিস্তানের বিরুদ্ধে এখনও খেলতে পারেনি। ওর দিকে আমার নজর থাকবে। রোহিত শর্মা নিজেকে প্রমাণ করেছে। আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে রান করেছে। এবার সূর্যকুমারের পালা। ও যদি টি-২০ ক্রিকেটে একনম্বর হয়ে থাকে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে রান করে দেখাক। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ও রান পায়নি। যদিও অন্যান্য দলের বিরুদ্ধে অনেক রান করেছে। ও ৩৬০ ডিগ্রি প্লেয়ার। ওকে ব্যাট করতে দেখা চোখের শান্তি। খুব অল্প সময়ে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছে।' শুধুমাত্র পাকিস্তান ম্যাচে নয়, বিশ্বকাপে আকমলের ফেভারিট ভারত। তিনি মনে করেন, রোহিতদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতার সঠিক মিশেল আছে। এখনই যদি এটা কাজে না লাগিয়ে বিশ্বকাপ জেতে ভারত, ভবিষ্যতে আরও কঠিন হবে। ভারতীয় দলের সব প্লেয়ারদের ফর্মের বিচারে পাকিস্তানের প্রাক্তনী টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন। কেএল রাহুল এবং শুভমন গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল নির্বাচকদের পক্ষে। তবে পরিসংখ্যানের বদলে বর্তমান ফর্মকেই গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তকে সমর্থন আকমলের। এই দলটা তৈরি করার পেছনে রোহিতেরও কৃতিত্ব দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।