• India-Pakistan: 'ভাল বল করো না', ভারতীয় ফ্যানের আবদারে কী প্রতিক্রিয়া শাহিনের?...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই বিশ্বক্রিকেটের সবচেয়ে রোমহর্ষক এবং আকর্ষক ম্যাচ। তবে বাইশ গজের ধুন্ধুমার লড়াইয়ের বাইরেও একটা জগৎ রয়েছে ক্রিকেটারদের। ভারত-পাকিস্তান ম্যাচের আগের রাতে তেমনই একটি ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিঃসন্দেহে উপভোগ করবে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। নিউইয়র্কের রাস্তায় ভারতীয় ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ হয় শাহিন আফ্রিদির। তাঁদের সঙ্গে মজাদার আলোচনায় জড়ান পাক পেসার। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে একদল ভারতীয় ফ্যানের সঙ্গে বসে গল্প করতে দেখা যায় শাহিনকে। তারকা বোলারের সঙ্গে ছবিও তোলে তাঁরা। তারমধ্যে থেকে একজন আচমকাই আফ্রিদিকে বলে বসেন, 'কাল ভাল বল করো না, অনুরোধ করছি।' শুনে হেসে ফেলেন শাহিন। হাসতে হাসতে মজার ছলে সেই ভক্তের পায়ে চাপড় মারেন। সঙ্গে সঙ্গে আরও একটি আবদার করে বসেন আরেক ফ্যান। তিনি বলেন, 'রোহিত এবং বিরাটকে নিজের ভাল বন্ধু মনে করো।' যা শুনে মাথা নীচু করে হাসিতে লুটিয়ে পড়েন পাকিস্তানের তারকা পেসার। মাঠের লড়াইয়ের বাইরে দুই দেশের মধ্যে এইধরনের চিত্রই ভ্রাতৃত্বের আদর্শ উদাহরণ। দেখে বোঝাই যায়, ভারতীয় ফ্যানদের সঙ্গে সংক্ষিপ্ত আড্ডা উপভোগ করছেন শাহিন। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। শুরুতেই ফিরিয়ে দেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলকে। ১০ উইকেটে ম্যাচটা হারে ভারত। টি-২০ বিশ্বকাপে সেটাই পাকিস্তানের একমাত্র জয়। এবার নিউইয়র্কে নাসাউ স্টেডিয়ামের পেস সহায়ক পিচের সাহায্যে আরও একবার 'ঘাতক' হতে চাইবেন আফ্রিদি। 
  • Link to this news (আজকাল)