আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ আর অস্ট্রেলিয়া যেন সমার্থক শব্দ। ক্যাঙ্গারুরা যে ফর্মেই থাকুক না কেন, বিশ্বমঞ্চে নামলেই বদলে যায়। শনিবারও তেমনই হল। বার্বাডোজের কেনিস্টন ওভালে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে গ্রুপে একনম্বর স্থান দখলে রাখল অজিরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট অস্ট্রেলিয়ার। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে ইংল্যান্ড। বৃষ্টির জন্য স্কটল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিপাকে বাটলাররা। শেষ আটে যেতে নামিবিয়া এবং ওমানের বিরুদ্ধে জিততেই হবে ইংল্যান্ডকে। যা অবশ্য অনায়াসেই করে ফেলা উচিত গতবারের চ্যাম্পিয়নদের। এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে ইংল্যান্ড। গুরুত্বপুর্ণ সময় ছন্দে থাকা বিপক্ষের দুই ওপেনার জস বাটলার এবং ফিল সল্টকে ফিরিয়ে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বাটলার। কিন্তু অতিরিক্ত রান দিয়ে ফেলে ইংল্যান্ড। পাওয়ার প্লের মধ্যে দ্বিতীয় ওভারেই উইল জ্যাকসকে বল দেওয়া বুমেরাং হয়। এক ওভারে ২২ রান দেন ইংল্যান্ডের অলরাউন্ডার। শুরুতে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় ডেভিড ওয়ার্নারকে। ওমান ম্যাচের পর ফের অজিদের জয়ের ভীত গড়ে দেন তিনি। জীবনের শেষ টুর্নামেন্টে জ্বলে উঠছেন অজি ওপেনার। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ১৬ বলে ৩৯ রান করেন ওয়ার্নার। ট্রাভিস হেডও ১৮ বলে চটজলদি ৩৪ রান করেন। রান পায় অস্ট্রেলিয়ার টপ ফাইভ। মিচেল মার্শ (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল (২৮), মার্কাস স্টোইনিসের (৩০) সংক্ষিপ্ত ইনিংসে ভর করে দুশোর গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া। জোড়া উইকেট পান ক্রিস জর্ডন। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন বাটলার, সল্ট। প্রথম উইকেটে ৭৩ রান যোগ করে এই জুটি। দু'জনেই মেজাজে ছিলেন। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জাম্পা। নিজের প্রথম বলেই বোল্ড করে দেন সল্টকে। ২৩ বলে ৩৭ রানে আউট হন ইংল্যান্ডের ওপেনার। রিভার্স সুইপ মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেন বাটলার। ২৮ বলে ৪২ রানে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক। এই একটি মুহূর্তেই ম্যাচের রং বদলে যায়। মিডল অর্ডার পুরো ব্যর্থ। ২৫ রান যোগ করেন মঈন আলি। হ্যারি ব্রুক ২০ রানে অপরাজিত থাকলেও সুবিধা করতে পারেননি। দুই ওপেনার ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ। বাটলার ফিরে যাওয়ার পর কখনও মনে হয়নি ইংল্যান্ড ম্যাচটা জিততে পারে। নতুন অধিনায়ক মিচেল মার্শের বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সাজানোর প্রশংসা করতেই হবে। জাম্পা ছাড়াও ভাল বল করেন প্যাট কামিন্স। তুলে নেন ২ উইকেট।