India-Pakistan: 'কারোর ব্যাটিং পজিশন নির্দিষ্ট নয়', পাকিস্তান ম্যাচের আগে দাবি রোহিতের...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর ভাল জায়গায় থেকে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্টের কাছে হারায় মনোবল তলানিতে ঠেকেছে পাকিস্তানের। টি-২০ বিশ্বকাপে আরও একবার ফেভারিট হিসেবে নামবে ভারত। তবে বাবরদের হেলাফেলা করছে না টিম ইন্ডিয়া। পুরোনো পরিসংখ্যানের কথা মনে করিয়ে রোহিত জানিয়ে দিলেন, পাকিস্তান যেকোনও সময় রুদ্রমূর্তি ধারণ করতে পারে। তবে একইসঙ্গে দাবি, তাঁদের ওপর কোনও বাড়তি চাপ নেই। রোহিত বলেন, 'আগের বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হেরে যাওয়া সত্ত্বেও ফাইনালে গিয়েছিল পাকিস্তান। এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। নির্দিষ্ট দিনের ওপর সবকিছু নির্ভর করে। নিশ্চয়ই ওরা হারের কারণ খতিয়ে দেখবে। তবে আমরা চাপে নেই। সাত মাস আগে ওদের বিরুদ্ধে বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলেছি।' বড় জয়ে শুরু করায় কি আত্মতুষ্টিতে ভুগতে পারে দল? তেমন মনে করছেন না ভারতের নেতা। রোহিত বলেন, 'আমরা আত্মবিশ্বাসী। যেকোনও খেলায় শরীরীভাষা বড় ভূমিকা নেয়। কোনও আত্মতুষ্টির জায়গা নেই। নির্দিষ্ট দিনে যেকোনও দল জিততে পারে। হালকাভাবে নেওয়ায় জায়গা নেই। দিনটা ভাল না গেলেও কয়েকটা দুর্দান্ত ক্যাচ ম্যাচের রং বদলে দিতে পারে।' শনিবার ভারতীয় সময় রাত ন'টায় নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই গড় ভাল বিরাট কোহলির। কিন্তু কোনও নির্দিষ্ট প্লেয়ারের ওপর নির্ভর করতে চায় না দল। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'ম্যাচ জেতার জন্য আমি একজনের ওপর নির্ভর করতে চাই না। সবাইকে নিজের ভূমিকা পালন করতে হবে। ও বাংলাদেশ ম্যাচে খেলেনি। প্রথম ম্যাচেও ভাল খেলতে পারেনি। তবে আমরা সবাই জানি, ওর অভিজ্ঞতা প্রচুর।' বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করতে দেখা গিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। বিরাট রান না পেলেও ধরেই নেওয়া যায় পাকিস্তানের বিরুদ্ধেও ওপেন করবেন। সেক্ষেত্রে তিন নম্বরে নামবেন ঋষভ পন্থ। শিবম দুবেকে খেলানোর জন্যই দলে এমন পারমুটেশন-কম্বিনেশন করা হয়েছে। তবে নতুন পজিশনে নেমে সফল পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে অর্ধশতরান করেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত থাকেন। পাকিস্তান ম্যাচেও গুরুত্বপূর্ণ ভুমিকা নেবেন। তবে মহারণের আগে ভারত অধিনায়কের দাবি, পাকিস্তান ম্যাচে এখনও ব্যাটিং পজিশন নির্দিষ্ট হয়নি। রোহিত বলেন, 'পন্থকে আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচ খেলতে দেখেই মনস্থ করে নিয়েছিলাম। সঠিক ব্যাটিং পজিশন নির্দিষ্ট করাই আসল। আমরা যশস্বীকে খেলাতে পারছি না। তাই পন্থের কাউন্টার অ্যাটাকের দক্ষতা আমাদের কাজে লাগবে। ও অল রাউন্ড প্লেয়ার। তবে ওপেনাররা ছাড়া কারোর ব্যাটিং পজিশন নির্দিষ্ট নয়।' পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে উইকেট নিয়ে কতটা চিন্তিত ভারতীয় শিবির? কোনও রাখঢাক না করেই ভারতের নেতা জানান, উইকেটের চরিত্র খোদ পিচ কিউরেটরও বুঝতে পারে না। তাই এইধরনের উইকেটে সতর্কতা অবলম্বন করতে হবে। রোহিত বলেন, 'নিউইয়র্কের উইকেট চ্যালেঞ্জিং। পিচ কী চরিত্র নেবে সেটা কিউরেটরও বুঝেতে পারেনি। তবে এটা আন্তর্জাতিক চ্যালেঞ্জের একটা অঙ্গ। গাব্বাতে আমরা কেমন পিচে খেলেছি সবার মনে আছে নিশ্চয়ই। তবে বিশ্বকাপের থেকে বড় কিছু হতে পারে না। তাতে হালকা চোট পেলেও কোনও সমস্যা নেই। আমাদের সাহসী ক্রিকেট খেলতে হবে। আট ব্যাটার নিয়ে খেলার অবশ্যই একটা কারণ আছে। কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখানে আমাদের সাবধানী হতে হবে।' আয়ারল্যান্ডের বিরুদ্ধে চোট পান রোহিত। আগেরদিন প্র্যাকটিসেও হালকা চোট পান। কিন্তু সেই নিয়ে ভাবছেন না। নিজের খেলাটা খেলতে চান ভারতের নেতা। রোহিত বলেন, 'কঠিন সময় নিজেদের সেরাটা বেরিয়ে আসে। চোট গুরুত্বপূর্ণ নয়, দলের হয়ে সেরাটা দেওয়াই প্রাথমিক লক্ষ্য। পরিস্থিতির ওপর নির্ভর করে আমি নিজের খেলায় ভারসাম্য রাখতে চাই। নিউইয়র্কে পরিবেশ এবং পরিস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে।' পাকিস্তান ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। শনিবার মাত্র দু'জন অনুশীলন করেন। তাঁরা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে।