• Narendra Modi: মোদির শপথ গ্রহণে নিমন্ত্রণ পেলেও উপস্থিত থাকছে না তৃণমূল কংগ্রেস...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এনডিএ জোট লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে। জানা গিয়েছে, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস মোদির শপথ গ্রহণে উপস্থিত থাকছে না। দলের তরফে এই কথা জানিয়েছেন কলকাতা উত্তরের জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শনিবার রাতে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু আমার দলের তরফে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' প্রসঙ্গত, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন তিনি।
  • Link to this news (আজকাল)