Shantanu Thakur: চা-চক্রে আমন্ত্রণ, মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে শান্তনু ঠাকুর ...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালের পর ২০২৪। ফের কেন্দ্রের মন্ত্রিসভায় থাকছেন শান্তনু ঠাকুর। রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ভাবী মন্ত্রীদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আজ ৫০ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ইতিমধ্যেই তাঁদের কাছে ফোন গেছে। বাংলা থেকে আজকের চা-চক্রে যোগ দেবেন বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুর। সকাল সাড়ে ১১টায় মোদি ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে থাকবেন তিনিও। শান্তনু এবার ক্যাবিনেটে স্থান পাবেন নাকি প্রতিমন্ত্রী হবেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, মোদির মন্ত্রিসভায় থাকছেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গড়কড়ি, পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মন্ত্রী হচ্ছেন জেডিইউ থেকে লালন সিং, রামনাথ ঠাকুর, টিডিপি থেকে কিঞ্জারাপু রামমোহন নায়ডু, জেডিএস-র এইচডি কুমারস্বামী, অর্জুনরাম মেঘওয়াল, সর্বানন্দ সোনোওয়াল, অনুপ্রিয়া প্যাটেল, এলজেপি-র চিরাগ পাসোয়ান, জিতন রাম মাঞ্জি।