Mallikarjun Kharge: মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে ...
আজকাল | ০৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁকে আমন্ত্রণ আগেই জানানো হয়েছিল। কিন্তু উপস্থিত থাকবেন কি না, তা গতকাল পর্যন্ত জানা যায়নি। শনিবার ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে আলোচনার পর রবিবার সকালে কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন খাড়গে। তবে আজকের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের তরফে কেউ উপস্থিত থাকবেন না। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রহ্লাদ জোশী শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে যোগ দেবে না। উল্লেখ্য, আজ সন্ধে ৭টা ১৫মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা।