• Murshidabad: জমি মাফিয়াদের হাতে আক্রান্ত অধ্যাপক, বাঁচাতে গিয়ে জখম পুলিশ...
    আজকাল | ০৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের এক অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে গেলে তাঁকে বাধা দেওয়া, মারধর এবং পুলিশকে মারধর করার ঘটনায় রবিবার রঘুনাথগঞ্জ থানার পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে প্রসাদপুর-দাসপাড়া মোড় এলাকায়। ওই অধ্যাপককে বাঁচাতে গিয়ে রঘুনাথগঞ্জ থানার একজন সাব-ইন্সপেক্টর সহ তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গিপুর কলেজের ভূগোলের অধ্যাপক ফারাকুল ইসলামের প্রায় সাড়ে ৯ বিঘা কৃষি জমি কিছু জমি মাফিয়া জোর করে দখল করার চেষ্টা করেছিল। রবিবার সকালে পুলিশি নিরাপত্তা নিয়ে ওই অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে যান। অভিযোগ সেই সময় স্থানীয় জমি মাফিয়া তৌসিফ আহমেদ, ইলিয়াস শেখ,কালু শেখ সহ আরও কয়েকজনের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন দুষ্কৃতী ওই অধ্যাপকের উপর ঝাঁপিয়ে পড়েন। সেই সময় এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা রঘুনাথগঞ্জ থানার কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচাতে গেলে পুলিশের উপরও চড়াও হয় ওই দুষ্কৃতীরা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।' অধ্যাপক ফারাকুল ইসলাম বলেন, 'প্রসাদপুর দাসপাড়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আমার জমি কয়েকজন জমি মাফিয়া জোর করে দখল করে নিতে চাইছে। আমার জমির আশেপাশে ওই মাফিয়ারা প্রায় ৮০০-৯০০ বিঘা জমি স্থানীয় কৃষকদেরকে ভয় দেখিয়ে একপ্রকার জোর করে কিনে নিয়েছে। কিন্তু আমার জমিটি মাঝখানে থেকে যাওয়াতে তাদের পক্ষে চওড়া রাস্তা তৈরি করাতে অসুবিধা হচ্ছে।' তিনি আরও বলেন, জমি বিক্রি করতে রাজি না হ ওয়ার কারণে কিছু মাফিয়া সম্প্রতি তাঁর প্রায় এক বিঘা জমি জোর করে দখল করে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছে। ঘটনাটি গত ২০ মে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকে লিখিতভাবে জানান। এদিন পুলিশি নিরাপত্তা নিয়ে জমি মাপতে যান। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে আহত ফারাকুল ইসলামকে সঙ্গে করে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জমি মাপার কাজ অসমাপ্ত রেখে এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে ফারাকুল ইসলাম জঙ্গিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত পুলিশ কর্মীদেরও চিকিৎসা ওই হাসপাতালে চলছে।
  • Link to this news (আজকাল)