• নতুন অধিনায়কের নাম ঘোষণা, কাতারের বিরুদ্ধে ভারতের নেতা গুরপ্রীত...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুনীল ছেত্রীর পর ভারতের পরবর্তী অধিনায়ক কে হবে? বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠে আসছিল। রবিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন ইগর স্টিমাচ। ১১ জুন কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গুরপ্রীত সিং সান্ধু। বর্তমান ভারতীয় দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। দেশের জার্সিতে ৭১ ম্যাচ খেলে ফেলেছেন। সুনীল ছেত্রীর অবসরের পর তিনিই সবচেয়ে বেশি বছর জাতীয় দলের সঙ্গে আছেন। তাই স্বাভাবিকভাবেই গুরপ্রীতকে বেছে নেওয়া হল। ইগর স্টিমাচ বলেন, 'গত পাঁচ বছরে সুনীল এবং সন্দেশের পাশাপাশি গুরপ্রীতও দেশকে নেতৃত্ব দিয়েছে। তাই এই মুহূর্তে অধিনায়কত্বের জন্য ও-ই আদর্শ ব্যক্তি।' শনিবার মধ্যরাতে কাতার পৌঁছয় ভারতীয় দল। তার আগের দিনই ২৩ জনের দল ঘোষণা করেন স্টিমাচ।‌ কুয়েত ম্যাচের দল থেকে বাদ পড়েন তিনজন। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম শুভাশিস বসু। পরে জানা যায়, ব্যক্তিগত কারণে ছাড়া হয়েছে মোহনবাগানের ডিফেন্ডারকে। রবিবার বিকেলে দোহায় প্র্যাকটিস করে ভারতীয় দল। 
  • Link to this news (আজকাল)