• India-Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে রেকর্ডের মুখে হার্দিক
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে নজিরের মুখে হার্দিক পাণ্ডিয়া। রবিবার রাতে একটি মাত্র উইকেট তুলে নিতে পারলেই করবেন নতুন রেকর্ড। পাকিস্তানের বিরুদ্ধে ছটি টি-২০ ম্যাচ খেলে ১১ উইকেট সংগ্রহ করেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ উইকেটে শিকারিদের দৌড়ে যুগ্মভাবে আছেন হার্দিক। এই কৃতিত্ব রয়েছে ভারতের ভুবনেশ্বর কুমার এবং পাকিস্তানের উমর গুলের। প্রথমজন সাতটি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন, দ্বিতীয়জন ছ'টি। এদিন মাত্র একটি উইকেট নিতে পারলেই দু'জনকে ছাপিয়ে যাবেন হার্দিক। একনম্বরে চলে আসবেন। গড়বেন নতুন রেকর্ড। সুতরাং নজিরের হাতছানি রয়েছে হার্দিকের সামনে। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হন। লাস্টবয় হয় মুম্বই ইন্ডিয়ান্স। নিজের পারফরমেন্সও খারাপ ছিল। তারওপর ব্যক্তিগত জীবনের সমস্যায় জেরবার। আমেরিকায় দলের সঙ্গে পরে যোগ দেন। কিন্তু দেশের জার্সিতে ফিরতেই ফের সাফল্যের সরণিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে সফল হন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নেন। পাকিস্তান ম্যাচেও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রোহিতের ডেপুটি। একটি উইকেট তুলে নিয়ে ভুবনেশ্বর কুমার এবং উমর গুলকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করার লক্ষ্য থাকবে হার্দিকের। 
  • Link to this news (আজকাল)