• মেঘলা আকাশ, ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটের মহারণের আগে মধ্যমণি ছিল নাসাউ স্টেডিয়ামের পিচ। উইকেট কেমন চরিত্র নেবে সেই নিয়েই ছিল সকলের মাথাব্যথা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আরও একটি আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দুই দলকে তো অবশ্যই, অস্বস্তিতে রাখছে ক্রিকেটপ্রেমীদেরও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত আকাশ মেঘলা থাকবে। ভারতীয় সময় রাত আটটায় শুরু ম্যাচ। নিউইয়র্কে যা সকাল সাড়ে দশটা। তখন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে। আদ্রতা ৭৫ শতাংশ। তবে পরের দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে টসে জিতে দুই অধিনায়কই‌ বল করতে চাইবেন। বৃষ্টির পূর্বাভাস থাকলে রান তাড়া করাই শ্রেয়। কারণ বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলে ওভার কমে যেতে পারে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফয়সালা হতে পারে। তাই কোনও দলই ঝুঁকি নিতে চাইবে না। আইসিসির দাবি, আগের তুলনায় পিচ স্বাভাবিক থাকবে। কারণ রোলার চালিয়ে এবং বিভিন্ন পদ্ধতিতে উইকেট ঠিক করার চেষ্টা করা হয়েছে। তবে তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। অসমান বাউন্স থাকবেই। নাসাউ স্টেডিয়ামে শেষ চার ম্যাচে প্রথম ইনিংসের গড় রান ১১২। প্রথমে ব্যাট করা দল ৫০ শতাংশ ম্যাচ জিতেছে। পেসাররা ৮০ শতাংশ উইকেট নিয়েছে। 
  • Link to this news (আজকাল)