• Champions Trophy: বিশ্বকাপের মধ্যেই প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ চলছে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। তারই মধ্যে প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দিনক্ষণ। টুর্নামেন্টের জন্য আগামী বছর সপ্তাহ তিনেক নির্দিষ্ট করেছে আইসিসি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। সবটাই প্রস্তাবিত। আইসিসির বোর্ড সদস্যদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থা আগেই জানিয়েছে, পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন থাকছে। কেন্দ্রীয় সরকার পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয় না ভারতীয় দলকে। রাজনৈতিক কারণে বেশ কয়েকবছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছে। পাকিস্তান আয়োজক দেশ থাকলেও অনেকগুলো ম্যাচ হয় শ্রীলঙ্কায়। ভারতের ম্যাচগুলো সেখানেই হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও কি এই ফরম্যাটেই হবে? এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 
  • Link to this news (আজকাল)