Narendra Modi: তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি...
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনবার। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধে ৭টা ১৫ নাগাদ রাষ্ট্রপতি ভবনে পৌঁছন বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি। ৭টা ২০ নাগাদ উপস্থিত হন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পড়ন্ত বেলায় ছড়িয়ে পড়ে জাতীয় সঙ্গীতের সুর। সন্ধে ৭টা ২৪ মিনিটে শপথ নিলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। নিরাপত্তার কারণে কড়া নিরাপত্তা ছিল রাষ্ট্রপতিভবনে। বসানো হয়েছিল অন্তত ৫০০ সিসিটিভি ক্যামেরা। শনিবার থেকেই বিভিন্ন দেশের আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা দিল্লি আসতে শুরু করেন। রবিবার বিকেল গড়াতেই রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু করেন গেরুয়া শিবির সহ নানা দলের নেতা নেত্রীরাসহ বিশিষ্ট জনেরা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর মোদি দ্বিতীয় ভারতীয়, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসছেন।