Odisha: প্রথমবার ওড়িশায় সরকার গড়ছে বিজেপি, ১২ জুন শপথ গ্রহণ
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এই প্রথমবার ওড়িশায় সরকার গড়েছে বিজেপি। ওড়িশায় নবীন যুগের অবসান ঘটেছে সেই সঙ্গেই। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নবীন পট্টনায়েক।প্রথমে ঠিক হয়েছিল ১০ জুন, অর্থাৎ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের ঠিক পরেরদিনই শপথ গ্রহণ করবেন ওড়িশার মন্ত্রীরা। তবে জানা গেল দিন পিছিয়েছে ২ দিন। ১০ এর পরিবর্তে ১২ জুন ওড়িশার বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। কারণ কী? কারণ হিসেবে জানানো হয়েছে, শপথ গ্রহণের পর দুদিন ব্যস্ত থাকবেন মোদি। তাঁর উপস্থিতি নিশ্চিত করতেই পিছিয়ে দেওয়া হল শপথ গ্রহণ। বিজয়পাল মোহান্তি এবং যতীন মোহান্তি ১২ জুন শপথ গ্রহণের কথা জানিয়েছেন।