• Sukanta Majumdar: মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন সুকান্ত মজুমদার
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে ঠাঁই পাচ্ছেন দুইজন নির্বাচিত সাংসদ। বনগাঁর শান্তনু ঠাকুর ও বালুরঘাটের সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে এ খবর জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। সূত্রের খবর, সুকান্ত ও শান্তনু কেউই পূর্ণমন্ত্রী হচ্ছেন না। দুজনেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে থাকবেন। কোন দপ্তরের দায়িত্ব এবার তাঁরা পান, সেদিকেই নজর থাকবে বাংলার। রবিবার সন্ধেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের আগে নিজের বাসভবনে কয়েকজন সাংসদকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। রাজধানীতে জল্পনা রটে, চা চক্রে যাঁদের মোদি আমন্ত্রণ জানিয়েছেন, তাঁরা মন্ত্রিসভায় থাকছেন। প্রায় দেড় ঘণ্টা ভাবী মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি। এই বৈঠকে শান্তনুর পাশাপাশি ছিলেন সুকান্ত মজুমদারও। সূত্রের খবর, আজ ৫০ জন মন্ত্রী শপথ নিতে পারেন।
  • Link to this news (আজকাল)