জলদাপাড়ায় মাহুত, পাতাওয়ালাদের পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির
আজকাল | ১০ জুন ২০২৪
অতীশ সেন: আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং পিলখানায় শুরু হবেমাহুত ও পাতাওয়ালাদের পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির। রবিবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই শিবিরে অসমের হস্তি বিশেষজ্ঞ পদ্মশ্রী পার্বতী বড়ুয়া প্রশিক্ষণ দেবেন। এই শিবিরে মাহুত ও পাতাওয়ালাদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্লাসরুমের পাশাপাশি হাতেকলমেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, দড়ি তৈরি করা, হাতিদের বাঁধা, হাতিদের স্বাস্থ্য বিষয়ে জানা, প্রাথমিক চিকিৎসা, তাদের খাওয়ানো, স্নান করানো, হাতিদের স্বভাব বুঝে চলার পাশাপাশি নতুন কুনকি হাতিদের প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন দিক নিয়েও এই শিবিরে মাহুত ও পাতাওয়ালাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দূর্ভেদ্য জঙ্গলে নিয়মিত নজরদারি চালাতে এখনও পোষা হাতিরাই বনদপ্তরের একমাত্র ভরসা। কুনকিদের পিঠে চেপে জঙ্গলে টহলদারি, চোরাশিকারিদের মোকাবিলার পাশাপাশি পর্যটকদের জঙ্গল ঘুরে দেখানোর কাজেও হাতিদের ব্যবহার করে বনদপ্তর। এই হাতিদের চালনা করার কাজ করে থাকে মাহুতেরা, পাশাপাশি হাতিদের দেখভাল, তাদের খাবারের জোগান, স্নান করানোর মতোও কাজের দায়িত্ব দেওয়া থাকে পাতাওয়ালাদের উপর। হাতি পোষ মানলেও বিরাট দেহের এই জন্তুর সাথে দীর্ঘ সময় অতিবাহিত করে কাজ করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। মেজাজ বিগড়ে যাওয়া হাতির হামলায় মাহুত ও পাতাওয়ালাদের মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। এই ধরনের ঝুঁকি কমানো, হাতিদের দেখভাল ও তাদের নিরাপদে নিয়ন্ত্রণের পাশাপাশি হাতিদের সাথে মাহুত ও পাতাওয়ালাদের মজবুত ভরসার সম্পর্ক বজায় রাখার বিষয়ে বিভিন্ন জরুরি পরামর্শ দিতে নিয়মিত সময়ের ব্যবধানে এমন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে। এদিনের শিবিরে চার জন মাহুত ও ২০ জন পাতাওয়ালা অংশ নেন।