• পানীয় জলের সমস্যা, বহরমপুরে ভেঙে ফেলা হল ট্যাপ কল
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বহরমপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার সরবরাহ করা জল পাচ্ছেন না তাঁরা। সাতদিন ধরে জল সমস্যা চলার পর রবিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুরসভার জলের মিটার লাগানো ট্যাপ কল ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, বহরমপুর পুরসভার সবকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পেয়েছেন ১৮৬৮ ভোট, বিজেপির নির্মল সাহা পেয়েছেন ৮৭৭ ভোট এবং তৃণমূলের ইউসুফ পাঠান পেয়েছেন ৬২১ ভোট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল লিড না পাওয়ায় পুরসভার জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র গরমে জলকষ্টে ভুগতে হচ্ছে বাসিন্দাদের। টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের ১০-১৫ দিন আগে নতুন পাইপলাইন বসিয়ে জল দেওয়া শুরু হয়। ২৮ নম্বর ওয়ার্ড থেকে অধীর চৌধুরী ভোটে লিড পাওয়ায় শাসক দল জলের লাইন কেটে দিয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবুল কাউসার বলেন,"গোটা ঘটনাটি আমি ইতিমধ্যে পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জীকে জানিয়েছি। ভোটের ফল বা রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির বক্তব্য,"পুরসভার জল শোধনাগারের রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য ৭ দিন ধরে পুরসভার জল দু'বেলা দেওয়া যাবে না , ইতিমধ্যে বিষয়টি নোটিশ দিয়ে জানানো হয়েছে।'
  • Link to this news (আজকাল)