• মুর্শিদাবাদে সরকারি জমি থেকে দুর্মূল্য গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারের সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের সালার থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ১। ধৃতকে রবিবার কান্দি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সালার থানার খারেরা এলাকায় পূর্ত দপ্তরের জমিতে লাগানো গাছ কেটে ফেলা হচ্ছিল কয়েকদিন ধরেই। গোপন সূত্রে পুলিশ খবর পায়, এই ঘটনার সঙ্গে সালার-সেনপাড়া এলাকার বাসিন্দা, নির্মল সাহা এবং বাবু সাহা নামে দুই ব্যক্তি জড়িত। শনিবার রাতে পুলিশ নির্মল সাহাকে সেনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আর এক অভিযুক্ত বাবু সাহা বর্তমানে পলাতক। সালার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'কয়েকজন ব্যক্তি সরকারি জমি থেকে তাল, শিশু, অর্জুন সেগুন,শাল প্রভৃতি দুর্মূল্য গাছ কেটে বেআইনিভাবে বিক্রি করে দিচ্ছিল। গাছ কাটার কোনও অনুমতি পঞ্চায়েত বা প্রশাসন দেয়নি। এরপরই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। বেআইনিভাবে কেটে নেওয়া গাছের গুড়ি উদ্ধার করা হয়েছে।' সেনপাড়া এলাকায় নির্মল সাহার একটি কাঠ চেরাই করার মিল আছে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)