Bengal BJP: দিল্লি যাচ্ছেন সুকান্ত, বঙ্গ বিজেপির দায়িত্ব সামলাবেন কে?...
আজকাল | ১০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দিলীপ ঘোষের জায়গায় ২০২১ সালে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তবে এবার বঙ্গ বিজেপিতে সুকান্ত জমানা শেষ হতে চলেছে। রবিবার জানা গিয়েছে, বাংলা থেকে মোদি ক্যাবিনেটে যাচ্ছেন সুকান্ত এবং শান্তনু। বিজেপির নিয়মের গেরোতে এখানেই সুকান্তকে ছাড়তে হবে বিজেপির রাজ্য সভাপতির পদ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানালেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এটাই নিয়ম। আপাতত কিছুদিন সুকান্ত মজুমদার রাজ্যসভাপতি পদে থাকতে পারলেও, মন্ত্রী হওয়ার পর, বেশিদিন এই পদে থাকতে পারবেন না তিনি। অর্থাৎ ফের নতুন জমানা বঙ্গ বিজেপিতে। সুকান্ত মন্ত্রী হচ্ছেন, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির সম্ভাব্য সভাপতির নাম নিয়ে। তালিকায় উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম, অন্যদিকে উঠে আসছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও। কারণ, একসময় নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলেছিলেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি পদে বসেন, সেক্ষেত্রে অন্য একজনকে বসতে হবে বিরোধী দলনেতার পদে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে আবার তাঁর গড় ফিরিয়ে দেওয়া হতে পারে। জুন মালিয়া সাংসদ হওয়ায় তাঁর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানে দিলীপ ঘোষ ফের বিজেপির প্রার্থী হতে পারেন বলেও জল্পনা গেরুয়া শিবিরে। অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায়, আপাতত একগুচ্ছ রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে। মুরুলিধর লেনে সেই সিদ্ধান্ত গ্রহণে দফায় দফায় বসবে বৈঠক।