• Murder: মালদার মানিকচকে কংগ্রেস কর্মী খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে...
    আজকাল | ১০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মালদার মানিকচকে ভোট পরবর্তী হিংসার বলি হলেন এক কংগ্রেস কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ওই কংগ্রেস কর্মী স্থানীয় বাজার থেকে ফিরছিলেন। সেই সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
  • Link to this news (আজকাল)